সোমবার বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনায় এসব মন্তব্য করেন দলটির নেতারা।
আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা সংলাপে অংশ নিচ্ছে তারা দেশ, সংবিধান ও গণতন্ত্রবিরোধী। সংলাপে অংশ নেয়ার বিষয়ে বিএনপির অবস্থান পরিষ্কার বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আজকের আলোচনা সভায় যারা উপস্থিত আছেন তাদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করলেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, যতদিন শেখ হাসিনা ক্ষমতায় আছে।
বিজয় দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে বঙ্গভবনে আজ নাটক মঞ্চস্থ হলো। সার্চ কমিটি গঠনের নামে দেশে তামাশা শুরু হয়েছে। নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া বিএনপি কোনও নির্বাচনে যাবে না বলেও উল্লেখ করেন তিনি।
আলোচনা সভার সভাপতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেন। তার মুক্তির জন্য সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। তবে, দলের মহাসচিব সার্চ কমিটি গঠন ও সংলাপ নিয়ে কোনও মন্তব্য করেননি।
নির্বাচন কমিশন গঠন নিয়ে বঙ্গভবনে সোমবার রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরু হয়েছে। প্রথম দিন এতে অংশ নেয় সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টি।