বরিশাল প্রতিনিধি:
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বরিশাল জেলা তথ্য অফিস আলোচনা সভা আয়োজন করেছে। সোমবার বরিশাল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস প্রধান অতিথি ছিলেন। বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুবাস চন্দ্র পাল, বরিশাল সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মুহম্মদ মহিউদ্দিন, বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ প্রমুখ।
বরিশাল জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠানের শুরুতে জাতির জনকের শৈশবের স্মৃতি বিজরিত চলচ্চিত্র ‘টুঙ্গি পাড়ার মিয়া ভাই’ প্রদর্শন করা হয়।