বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

ত্রিশ গোডাউন বধ্যভূমিতে মঞ্চস্থ হবে নাটক ওয়াপদা টর্চারসেল

ত্রিশ গোডাউন বধ্যভূমিতে মঞ্চস্থ হবে নাটক ওয়াপদা টর্চারসেল

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ৬৪ জেলা ‘গণহত্যার পরিবেশ থিয়েটার’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উক্ত কর্মসূচির ধারাবাহিকতায় জেলা শিল্পকলা একাডেমি, বরিশাল এর ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসন বরিশালের সহযোগিতায় বরিশালের বরিশালের মুক্তিযুদ্ধের স্মৃতিবহ স্থান ও ঘটনা নিয়ে নাটক ‘ওয়াপদা টর্চারসেল’ নির্মাণ করা হয়েছে। নাটকটি রচনা ও নির্দেশনায় রয়েছেন অনিমেশ সাহা লিটু। আগামী ২২ ডিসেম্বর, ২০২১ বুধবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমিতে (কীর্তনখোলা নদীর পার, বটতলা) মঞ্চায়ন হবে।
উক্ত নাটক প্রদর্শনীতে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করবেন গণহত্যা বিষয়ক নাটকের ভাবনা ও পরিকল্পনাকারী বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী। প্রধান হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার মো: সাইফুল হাসান বাদল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় কমিটির সদস্য নাট্যজন সৈয়দ দুলাল। এছাড়াও উপস্থিত থাকবেন মুক্তিযোদ্ধাগণ, নাট্য ও সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech