বৃহস্পতিবার বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বড়দিন উপলক্ষ্যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে একথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক অধিকারের পাশাপাশি ধর্মীয় অধিকার থেকেও বঞ্চিত হচ্ছে মানুষ। তারা দেশের মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার এবং ধর্মীয় অধিকারও ছিনিয়ে নিয়েছে। তারা ক্ষমতায় আসার পর যত ’সাম্প্রদায়িক দুর্ঘটনা’ ঘটেছে দেশের ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার আহ্বান জানান তিনি।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে হবিগঞ্জে বিএনপির সমাবেশে হামলার প্রতিবাদে ২৪শে ডিসেম্বর সিলেট বিভাগের সব উপজেলা ও ২৫শে ডিসেম্বর জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।