বাখেরগঞ্জ থেকে ফিরে শামীম আহমেদ ॥
বরিশালের বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়নে আসন্ন চতুর্থ ধাপের নির্বাচনে সহিংসতা ও ভোট কারচুপির আশংকা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন নৌকার প্রতিদ্বন্দী চার চেয়ারম্যান প্রার্থী। তারা সুষ্ঠু নির্বাচনের দাবীতে আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) এই সংবাদ সম্মেলন করেন। নিয়ামতি ইউনিয়নের নতুন বাজার নামক স্থানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগের বিদ্রোহী) মোঃ মাজহারুল ইসলাম (মনির মুন্সী)। কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য এই মনির মুন্সী বলেন, নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান বাদশা ও তার বহিরাগত সন্ত্রাসীরা ভোটারদের বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। এমনকি তার (মনির মুন্সী) নির্বাচনী অফিস থেকে বঙ্গবন্ধুর ছবিও চুরি করিয়ে নিয়েছেন। অন্যদিকে মতিউর রহমানের এক আত্মীয় স্থানীয় সরকার মন্ত্রনালয়ের ঊর্ধতন কর্মকর্তা হওয়ায় তিনি নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছেন। তাই আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নিয়ামতি ইউপি নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে নির্বাচনী এলাকায় বহিরাগত ভাড়াটে সন্ত্রাসীদের গ্রেফতারের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার এবং ঝুকিপূর্ণ ভোট কেন্দ্রের আগেই বহিরাগতদের পতিরোধ করার ও চেকপোষ্ট স্থাপনের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। তারা এসব অভিযোগ জানিয়ে ইতিমধ্যে রিটানিং অফিসারসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তার কাছে লিখিত দিয়েছেন বলেও জানান। সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন আরেক প্রতিদ্বন্দী চেয়ারম্যান প্রার্থী আনারস মার্কার সোহরাব হোসেন মৃধা, চশমা মার্কার প্রার্থী কামাল হোসেন তালুকদার ও ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের সমর্থিত হাতপাখা মার্কার প্রার্থী মোঃ হুমায়ুন কবীর।