খবর বিজ্ঞপ্তি: বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেছেন, নৌকা হলো বিজয়ের প্রতিক,স্বাধীনতার প্রতিক, উন্নয়নের প্রতিক। তাই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার নৌকা প্রতিক নিয়ে বার বার বিজয়ী হয় বলেই দেশে আজ সমানতালে উন্নয়ন হচ্ছে।
তারই ধারাবাহিকতায় শহরের ন্যায় প্রতান্ত গ্রামেও কাঙ্খিত উন্নয়ন করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী রোববার (২৬ ডিসেম্বর) বাবুগঞ্জ উপজেলার ৪নং চাঁদপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন (রাঢ়ী) কে বিজয়ী করার আহবান জানান । আর নৌকা বিজয় হলেই চাঁদপাশা ইউনিয়ন হবে উন্নয়নের মডেল।
শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকালে বাবুগঞ্জ উপজেলা আরজি কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয় এলাকায় চাঁদপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেনের (রাঢ়ী) সমর্থণে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খালেদ হোসেন স্বপনের সভাপতিত্বে উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাবুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল,মুলাদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল হাসান মিঠু খান,বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার-উজ-জামান মিলন ও উঠান বৈঠকে উপস্থিত সকলের কাছে ভোট প্রার্থণা করে বক্তব্য রাখেন চাঁদপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন।
এছাড়াও উঠান বৈঠকে বাবুগঞ্জ উপজেলা ও চাঁদপাশা ইউনিয়ন আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ বক্তব্য রাখেন।