বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

মুক্তিযুদ্ধ সংগঠিত করার জন্য বঙ্গবন্ধু তিলে তিলে যে ভূমিকা রেখেছিলেন সেই সংস্কৃতি লেখনীর মাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে ইত্তেফাকের বিশাল ভূমিকা রয়েছে -বিএমপি কমিশনার

মুক্তিযুদ্ধ সংগঠিত করার জন্য বঙ্গবন্ধু তিলে তিলে যে ভূমিকা রেখেছিলেন সেই সংস্কৃতি লেখনীর মাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে ইত্তেফাকের বিশাল ভূমিকা রয়েছে -বিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার ॥ ২৪ ডিসেম্বর বেলা ১১ঘটিকায় নগরীর বরিশাল ক্লাব বরিশালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের স্বনামধণ্য পাঠকপ্রিয় দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। এ সময়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয় উপস্থিত ছিলেন। সম্প্রতি লঞ্চ দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত ও গুরুতর আহতদের দ্রুত আরোগ্য সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ইত্তেফাক মানেই বাংলাদেশের জনমানুষের কাছে সমাদৃত একটি নাম, আজ তাঁর ঊনসত্তর তম জন্মদিনে আমরা স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে অবস্থান করছি। জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে এদেশ স্বাধীন হয়েছিল। এই মুক্তিযুদ্ধকে সংগঠিত করার জন্য, প্রস্তুত করার জন্য বঙ্গবন্ধু তিলে তিলে যে ভূমিকা রেখেছিলেন সেই সংস্কৃতি লেখনীর মাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে ইত্তেফাকের বিশাল ভূমিকা রয়েছে। বিএমপি কমিশনার পত্রিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, কলাকুশলী, সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও পত্রিকার উজ্জ্বল ভবিষ্যত কামনা করে ইত্তেফাক মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আহবান জানিয়ে তার লেখনীর মাধ্যমে আরও সামনে এগিয়ে যাবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় বরিশাল বিশ^বিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন বাংলাদেশের স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধের সঙ্গে ওতপ্রোতভাবে জাড়িয়ে আছে ঐহিত্যবাহী পত্রিকা দৈনিক ইত্তেফাকের নাম। স্বাধীনতার পর সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেও বলিষ্ঠ ভূমিকা পালন করে এই পত্রিকা। তিনি বলেন, ‘দেশের সবচেয়ে প্রাচীন পত্রিকা দৈনিক ইত্তেফাক আদর্শ থেকে কখনোই বিচ্যুত হয়নি। ইত্তেফাক গঠনমূলক সমালোচনা ও সত্য উদঘাটনে সাহসী ভূমিকা বজায় রাখছে।’ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে ববি উপচার্য বলেন, ইত্তেফাক তার ভূমিকা পালনে সবসময় সচেষ্ট থেকেছে। ‘পত্রিকা আসলে সমাজের দর্পণ। আমরা পত্রিকার মাধ্যমেই দেশের প্রকৃত তথ্য জানতে পারি। সামাজিক সংবাদ, রাজনৈতিক সংবাদ, বিশ্বব্যাপী যে সব ঘটনা ঘটছে সেগুলোর সংবাদ আমরা পত্রিকার মাধ্যমেই জানতে পারি।’ স্বাগত বক্তৃতায় বরিশাল অফিস প্রধান শাহীন দৈনিক ইত্তেফাকের পথচলায় বরিশালের বিজ্ঞাপন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সহ নিউজ এজেন্সি ও সংবাদপত্র বিক্রেতাদের প্রতি কতৃজ্ঞতা প্রকাশ করেন। সর্বপরি সহযোগিতার জন্য বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, এম.রহমান নিউজ এজেন্সির স্বত্ত্বাধিকারী মো. ফিরোজ আল কামাল, আলম এজেন্সির আলম সিকদার, রকি নিউজ এজেন্সির রকি, বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মোঃ মাইনুল ইসলাম মুনির, সাধারণ সম্পাদক আবুল কালাম কালু, সদর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মাজহারুল ইসলাম বাদল সহ সংশ্লিষ্টদের প্রতি কতৃজ্ঞতা প্রকাশ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক এমপি মো. মইদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইকবাল হুসাইন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফরহাদ সরদার, জেলা প্রশাসনের এনডিসি নাজমুল হূদা, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. মানবেন্দ্র বটব্যাল, সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সাবেক সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন, মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন, বরিশাল নাগরিক পরিষদের সদস্য সচিব ডা. মিজানুর রহমান, দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজ, সরকারী বিএম কলেজ অধ্যক্ষ ড. মো. গোলাম কিবরিয়া, সনাক সভাপতি শিক্ষাবিদ প্রফেসর শাহ সাজেদা, সরকারী বরিশাল কলেজের অধ্যক্ষ আব্বাস উদ্দিন, ইসলামিয়া কলেজের সাবেক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল, বাঘিয়া আল-আমিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. এমএ রব, বিএম কলেজের উপাধ্যক্ষ ড. এএস কাইয়ুম উদ্দিন আহমেদ, বিএম কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. আল-আমিন সরোয়ার, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম সরদার, সাউথ এ্যাপোলো মেডিকেল সার্ভিসেস এর চেয়ারম্যান হালিম রেজা মোফাজ্জেল, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা পুষ্পকলির কথা’র প্রকাশক ও সম্পাদক শামীমা সুলতানা, এম.রহমান নিউজ এজেন্সির স্বত্ত্বাধিকারী মো. ফিরোজ আল কামাল, আলম বুক এজেন্সির স্বত্ত্বাধিকারী আলম সিকদার, রকি নিউজ এজেন্সির মো. রকি, দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিসের ফটো সাংবাদিক ফারুক লিটু, মুলাদী সংবাদদাতা আলমগীর হোসেন সুমন, বানারীপাড়া সংবাদদাতা এস. মিজানুল ইসলাম, বাকেরগঞ্জ সংবাদদাতা মো. গোলাম মোস্তফা, হিজলা সংবাদদাতা মো. আলহাজ¦, দি নিউ নেশন পত্রিকার বরিশাল প্রতিনিধি মাসুদ রানা, দি সাউথ এশিয়ান টাইমস পত্রিকার বরিশাল প্রতিনিধি রাতুল আহম্মেদ, সকাল সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মুহাম্মদ অছিউর রহমান ত্বহা, দি নিউ নেশন পত্রিকার বরিশাল সদর উপজেলা প্রতিনিধি মো. কাইয়ূম আহম্মেদ, বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মোঃ মাইনুল ইসলাম মুনির, সাধারণ সম্পাদক আবুল কালাম কালু, সদর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মাজহারুল ইসলাম বাদল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান উপস্থাপনা করেন ইউনিভার্সিটি অব গ্লোব ভিলেজ এর জনসংযোগ কর্মকর্তা মেহেদি হাসান শুভ।
এদিকে দেশের প্রাচীনতম দৈনিক ইত্তেফাকের জন্ম দিন উপলক্ষ্যে সরকারী-বেসরকারী সংস্থা সহ বিভিন্ন শ্রেনী- পেশার মানুষ শুভেচ্ছা জানাতে ফুল ও কেক নিয়ে অনুষ্ঠান স্থলে আসেন। তারা ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাকের বস্তুনিষ্ঠ সংবাদের প্রশংসা করে ভবিষ্যত সাফল্য কামনা করেন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech