শামীম আহমেদ, ॥ বরিশাল (বিএমপি) পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খাঁন (বিএমপি), বলেছেন আমাদের দিন দিন জনসংক্ষা বৃদ্ধির সাথে সাথেই আবাদী কৃষি জমর পরিমান কমে যাচ্ছে।এখান থেকে বেড় হয়ে কৃষি জমিতে অধিক পরিমান ফসল উৎপাদনের জন্য মাননীয়া প্রধানমন্ত্রী জ্ঞান ভিত্তিক প্রযুত্তির মাধ্যমে আজ দেশে অধিক পরিমানফসল উৎপাদনের মধ্যেদিয়ে একটি উন্নয়নশীল দেশ গড়ে বিশ্বের কাছে আপনাদের মাধ্যমে পরিচিত করে তুলছে।তিনি আরো বলেন আজকে কিন্ত আমরা সেই আগের মত পিছিনে নেই প্রধানমন্ত্রী দেশে বড় বড় মেঘা প্রকল্প গ্রহন করে দেশকে উন্নয়নের মহা সড়কে নিয়ে যাচ্ছে।বিশ্বের জাতী সংঘ অন্তভূক্ত ১৯৩টি দেশের মধ্যে আমরা উন্নয়নের তালিকায় এখনপর্যন্ত ৩৪তম স্থানে থাকলেও শিঘ্রই ২৪তম স্থানে চলে আসার পাশাপাশি আমরা অনেক দেশকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ।এসময় পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান আরো বলেন আমাদের উন্নয়নে বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিকরাই এককভাবে দাবীদার না এখানে খামরী ও কৃষির সাথে যারা জড়িত যারা আছেন তারাও উন্নয়নের অংশিদার।তিনি অরো বলেন জাতীর জনক বঙ্গবন্ধু কৃষি ভিত্তিকের মাধ্যমে দেশকে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন তার সেই স্বপ্ন প্রধানমন্ত্রী আপনাদের সহযোগীতা নিয়ে জাতীরজনকের স্বপ্ন পুরন করছেন।একারনেই এখানে যারা প্রশিক্ষ নিতে আসছেন আপনারা দেশ প্রেমিক হয়ে কাজের মাধ্যমে আরো বাংলাশেকে এগিয়ে নিয়ে যাবেন সেই আহবান জানান প্রশিক্ষণরত খামারীদের প্রতি।আজ সোমবার (২৭) ডিসেম্বর সকাল ১১টায় নগরীর সিএন্ডবি রোডস্থ সেন্ট বাংলাদেশ মিলনায়তন সভা কক্ষে “ব্লাক বেঙ্গল জাতের ছাগল পালন ও উন্নয়ন,উন্নত প্রযুক্তি এবং প্রাণিসম্পদ মাঠ স্কুল (এলএফএস)বাস্তবায়ন”শীর্ষক চুক্তিবন্ধ তিনদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যতে তিনি খামারীদের উর্দেশ্যে একথা বলেন।বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.মোং নুরুল আলমের সভাপতিত্বে ব্লাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারন প্রকল্পের আওতায় বরিশাল জেলায় চুক্তিবন্ধ ছাগল পালন খামারীদের প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ
অতিথি হিসেবে বক্তব্য রাখেন (উৎপাদন), প্রাণিসম্পদ অধিদপ্তর পরিচালক ডাঃ মোঃ রিয়াজুল হক, প্রকল্প পরিচালক মোঃ শরিফুল হক,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সোহেল মারুফ। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত সহকারী পুলিশকমিশনার (ডিবি) মেহেদী হাসান।প্রশিক্ষণ কর্মশালার সভাপতি ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মোঃ নুরুল আলম জানান,প্রশিক্ষণে অভিজ্ঞ প্রশিক্ষকদ্বারা সকল খামারীদের ব্লাক বেঙ্গল ছাগল পালনে করনীয়, রোগ প্রতিরোধ,টিকা প্রদান, ছাগলের বিকল্প দুধ মিল্ক রিপ্লেসার তৈরী করে খাওয়ানোর নিয়ম, প্রাকৃতিক প্রজনন শিখানো হবে।তিনি আরো বলেন, ব্লাক বেঙ্গল ছাগল পালনের মাধ্যমে গ্রামীন জনগোষ্ঠীর বেকারত্ব দূরিকরণ এবং দরিদ্র বিমোচন সহজেই সম্ভব হবে। “ব্লাক বেঙ্গল” পৃথিবীর ৫টি সেরা মাংস উৎপাদন জাতের মধ্যে অন্যতম।কর্মশালায় বরিশাল জেলার বানারীপাড়া, হিজলা,মেহেন্দিগঞ্জ,গৌরনদী ও মুলাদীর মহিলা ও পুরুষ ৫০জন খামারী প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।