শামীম আহমেদ, ॥
বরিশাল জেলা পুলিশ আয়োজিত বরিশাল রেঞ্জ আতঃ জেলা (আইজিপি কাপ) ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান এ সময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল জেলা পুলিশ সুপার মো মারুফ হোসেন। আজ (২৮) ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯টায় বরিশাল জেলা পুলিশ লাইন্স মাঠে এ খেলার শুভ উদ্বোধন হয়।
উদ্ধোধনী সভায় রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান বলেন, ক্রিকেট খেলা বাংলাদেশের একটা বৃহৎ স্বীকৃতি পুর্ন অর্জন এবং পুলিশ যত মাঠে খেলাধুলা সাথে জরিত থাকবে মন ও মানসিকতার বিকাশ ঘটবে।অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মো মারুফ হোসেন বলেন সকল পুলিশ সদস্য খেলোয়ারের কোন প্রকার কুরুচিপূর্ণ কথাবার্তা না বলা এবং কোন ধরনে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন কোন কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার (রেঞ্জ অফিস)নুরুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মো শাহাজাহান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল)সুদীপ্ত সরকার এবং সঞ্জালনায় দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার।