শামীম আহমেদ:
বরিশাল জেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ইলিশ মাছ শিকারের অপরাধে ২৩ জেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি ছয় লাখ ২২ হাজার পাঁচশ’ মিটার কারেন্ট জাল এবং ৩৬৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিষ্ট্রেট রাসেল ইকবাল প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, রবিবার দিবাগত রাতে বরিশাল সদর, হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদী, উজিরপুর, বানারীপাড়া, বাবুগঞ্জ, বাকেরগঞ্জ ও গৌরনদী উপজেলার বিভিন্ন নদীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন। সূত্রে আরও জানা গেছে, ভ্রাম্যমান আদালতের রায়ে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস ও ইলিশ মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। এছাড়া আটক ২৩ জনের মধ্যে তিনজনকে এক বছর করে, দুইজনকে ২০দিন, ১৩ জনকে ১৫দিন, একজনকে ১৪দিন এবং চারজনকে সাতদিন করে কারাদন্ড প্রদান করা হয়েছে এবং আটক বাকি পাঁচজনকে পাঁচহাজার টাকা করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।