নিজস্ব প্রতিবেদক:
ভোলার বোরহানউদ্দিন উপজেলার তা‘মীরুল উম্মাহ্ মাদ্রাসা হতে ২০২১ সালে দাখিল কেন্দ্রীয় পরীক্ষায় ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১২ জন জি.পি.এ-৫ সহ শতভাগ উত্তীর্ণ হয়ে জেলার মধ্যে শীর্ষ স্থান দখল করেছে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, উপজেলায় দাখিল পরীক্ষায় জি.পি.এ-৫ পেয়েছে মোট ১৫ জন শিক্ষার্থী। মাদ্রাসাটি ইতিপূর্বেও ইবতেদায়ী সমাপনী, জেডিসি ও দাখিল পরীক্ষায় একাধিকবার কৃতিত্বের স্বাক্ষর রেখে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সুনাম অর্জনে সক্ষম হয়। তা‘মীরুল উম্মাহ্ মাদ্রাসা ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলা সদরের উত্তর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় কয়েকজন শিক্ষানুরাগীর উদ্যোগে ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে প্লে গ্রুপ থেকে দাখিল দশম শ্রেণি পর্যন্ত পাঠদানের পাশাপাশি নূরাণি ও হিফজ বিভাগ চালু রয়েছে। ২০২২ শিক্ষাবর্ষ থেকে পৃথক বালিকা শাখা ও দাখিল স্তরে সাধারণ ও বিজ্ঞান বিভাগে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।