বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া বাজারে গতকাল সোমবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি দোকান সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে।
জানা গেছে, ওই বাজারের উত্তর পাশের গলিতে আকস্মিক অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান পাশ্ববর্তী দোকানে ছড়িয়ে পরে। স্থানীয়রা ঘন্টাব্যাপী চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে বাজারের প্রফুল্ল বাড়ৈর মুদি দোকান, প্রফুল্ল ওঝা’র দর্জির দোকান, ভবরঞ্জনের ওষুধের ফার্মেসী, সমীরের স্বর্নের দোকান, দেবাশীষের মুদি দোকান, মনমথ মিস্ত্রির ওষুধের দোকান, হরি কীর্তনীয়ার দর্জির দোকান, সঞ্জয় পান্ডের ডেকরেটরের দোকান, সজল বালার ইলেকট্রিক দোকান, গোবিন্দ শীলের সেলুন পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের সূত্রপাত চিহ্নিত ও ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসেন।