হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়নেই বর্তমান চেয়ারম্যানরা পরাজিত হয়েছেন। এটিকে ব্যতিক্রম ঘটনা বলছে উপজেলাবাসী। আজ বুধবার পঞ্চম ধাপের নির্বাচনে এ ঘটনা ঘটে। একই সাথে বেসরকারি বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর নির্বাচনী এলাকার এই উপজেলায় নৌকার চরম ভরাডুবির ঘটনা ঘটেছে।
১০ ইউনিয়নের মাত্র চারটিতে নৌকা বিজয়ী হয়েছে। নির্বাচিত ১০ চেয়ারম্যানের মাঝে পাইকপাড়া ইউনিয়নের ওয়াহেদ আলী মাস্টার এবং উবাহাটা ইউনিয়নের এজাজ ঠাকুর চৌধুরী আগে একবার করে বিজয়ী হয়েছিলেন এবং গত নির্বাচনে পরাজিত ছিলেন। বাকি আটজনই নতুন মুখ।