বরিশাল ব্যুরো:
করোনার সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশালে দেয়াল অংকন কার্যক্রমের উদ্বোধন করেছেন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দি অডেশাস্রে নেতাকর্মীরা। নগরীর শ্রীনাথ চ্যাটার্জি লেনে বুধবার সকালে এই কর্মসূচীর উদ্বোধন করেন ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গায়েত্রী সরকার পাখি। ওয়েডিং ফ্লাওয়ার ইভেন্ট ম্যানেজমেন্টের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মসূচীর সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক সাঈদ পান্থ।
উপস্থিত ছিলেন সমাজসেবক আবিদ হোসেন বাবু, শিক্ষক শংকর পোদ্দার, লিটু দাস, চারুকলা বিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন, শারমিন লুনা, আদিবা হোসেন প্রিমা, ইফতি তাহমিদ, দি অডেশাস্ এর সহ-সভাপতি দুর্জয় সিংহ জয়, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কিশোর রায় আকাশ, অর্থ সম্পাদক শুভ সিকদার, কার্যনির্বাহী সদস্য শান্ত বালা, সদস্য সুরাইয়া মীম প্রমুখ। এই জনসচেনতামূলক কার্যক্রমের আওতায় নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পর্যায়ক্রমে দেয়াল অংকন করা হবে বলে জানিয়েছেন সংগঠনের সহ-সভাপতি দুর্জয় সিংহ জয়।