নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর ভাটার খাল এলাকার এল এসডি ঘাটের ঘাট সরদার আলমগীর সরদারকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। ১০ জানুয়ারী, সোমবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ বিচারাধীন আদালত তার জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠিয়ে দেন। আদালত সূত্র জানায়, আলমগীর সহ নামধারী ৮ জন এবং অজ্ঞাত ৩০ জনকে অভিযুক্ত দেখিয়ে গতবছর ১৫ অক্টোবর কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন ভাটার খাল এলাকার হালিমশাহের স্ত্রী বেবি বেগম। মামলার অভিযোগে বেবি থানা পুলিশকে জানায়,১৪ অক্টোবর রাত সাড়ে ৮ টার দিকে ঈদগাহ মময়দানের পিছনে বসে আলমগীর সরদার সহ অন্যান্য অভিযুক্তরা তার ছেলে সাদ্দামকে এলোপাতাড়ি কুপিয়ে মাথা ও পায়ে গুরতর জখম বানায়। তার বোনের মেয়ে বাধা দিলে তাকেও মারধর করে। খবর পেয়ে বেবি ও তার মেয়ে ঘটনাস্থলে গেলে তাদের ও মারধর করে শ্লীলতাহানি ঘটায়। খুন জখমের হুমকি দিয়ে অভিযুক্তরা চলে যায়। এধরণের অভিযোগ দেয়া হলে আলমগীর সরদার সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তার জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠিয়ে দেন।