আমতলী (বরগুনা) প্রতিনিধি।
আমতলী উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামের তিন বছরের শিশু জিসান ও ঘোপখালী গ্রামের দুই বছরের শিশুকন্যা সারামনি পানিতে ডুবে মারা গেছে। ঘটনা ঘটেছে সোমবার বিকেলে।
জানাগেছে, উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামের জসিম হাওলাদারের তিন বছরের শিশু পুত্র জিসান সোমবার বিকেলে পুকুরের ঘাটলায় যায়। ওই সময় পা ফসকে শিশু জিসান পুকুরে পড়ে যায়। শিশু জিসানকে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোজাখুজি করে। পরে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে। অপর দিকে ঘোপখালী গ্রামের তোফাজ্জেল তালুকদারের মেয়ে তামান্না শিশু কন্যা সারামনিতে নিয়ে বাবার বাড়ী বেড়াতে আসেন। সোমবার দুপুরে দুই বছরের শিশু সারামনি পরিবারের অজান্তে নানা বাড়ীর পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। তাৎক্ষনিক পরিবারের লোকজন শিশু দুটিকে আমতলী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোশের্^দ আলম শিশু দুটিকে মৃত্যু ঘোষনা করেন।
শিশু জিসানের চাচা গাজী সেরাজ মিয়া বলেন, ঘাটলায় পা ফসকে জিসান পুকুরে পড়ে মারা গেছে।
শিশুকন্যা সারামনির নানা মোঃ তোফাজ্জেল তালুকদার বলেন, পুকুরে ডুবে আমার নানতি মারা গেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোঃ মোশের্^দ আলম বলেন, শিশু দুটি হাসপাতালে আনার পুর্বেই মারা গেছে।