বরিশাল প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের একটি খাল থেকে মরিয়ম বেগম (৩৫) নামে এক বিধবা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন। মরিয়ম ঐ গ্রামের মৃত হারুন হাওলাদারের স্ত্রী। লস্থানীয়রা জানান, গতকাল সকালে মরিয়ম বেগমের মরদেহ ঘরের পাশে সন্ধ্যা নদী সংলগ্ন খালে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে। তারা আরও জানান, মঙ্গলবার রাতে মরিয়মের একমাত্র ছেলে এক নিকটাত্মিয়ের বাড়িতে ছিলো। ঐ রাতে তিনি ছিলেন একা বাসায়। মরিয়মকে কেউ হত্যা করে লাশ খালে ফেলে দিতে পারে বলে সন্দেহ তাদের। বাবুগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, খাল থেকে ভাসমান এক নারীর লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।