নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল নগরী থেকে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক সুজিত গোমস্তার নেতৃত্বে একটি টিম মতি এবং ভাটার খাল এলাকার আলমগীর সরদারের মেয়ে জামাই সুমন ওরফে কইতর সুমন নামের এই ২ ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে বিডি ক্রাইম২৪.কম নামে একটি অখ্যাত অনলাইনের স্টিকার সংবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। জানা গেছে, অনলাইন পোর্টালের স্টিকার লাগিয়ে ফেন্সিডিল বেচাকেনার কাজে ব্যবহার করতো।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুজিত গোমস্তা জানান, পুলিশ লাইনের সামনে থেকে মোটরসাইকেলযোগে মতি যাওয়ার প্রাক্কালে আটক করা হয়। পরবর্তীতে সুমন ঘটনাস্থলে আসলে তাকেও গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলটির সামনে অংশে বিডিক্রাইম২৪.কম নামের একটি স্টিকার লাগানো রয়েছে। তাই মটর সাইকেলটিও জব্দ দেখানো হয়েছে।
নগর গোয়েন্দা সূত্রে জানা যায়, এই কইতর সুমনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
এই ঘটনায় তাদের দুজনকে অভিযুক্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন এস আই সুজিত গোমোস্তা ।