শামীম আহমেদ:
বরিশাল নগরীর হাসপাতাল রোডস্থ অস্টকোনা শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারী বাবার মন্দির কমিটির শ্রী শেখর দাস খোকন সভাপতি ও শ্রী কমলেশ বৈদ্যকে সাধারন সম্পাদক করে আগামী ২বছরের জন্য নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।
বর্তমান সভাপতি শেখর দাশ খোকন ও সাধারন সম্পাদক কমলেশ বৈদ্য আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ বরিশাল মহানগর কমিটির নিকট কমিটির নতুন সদস্যদের তালিকা জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়। আজ সোমবার (১৭ই) জানুয়ারী আহবায়ক তমাল মালাকার বিষয়টি নিশ্চিত করেন।
এর পূর্বে বিগত দিনের কমিটি পংকজ গুপ্তের সভাপতিত্বে সকল সদস্যদের উপস্থিতিতে ভেঙ্গে দিয়ে দিয়ে নতন করে তমাল মালাকার আহবায়ক ও চঞ্চল দাস পাপ্পাকে সদস্য সচিব করে ৫সদস্য আহবায়ক কমিটি গঠন করে।
উক্ত আহবায়ক কমিটির আহবায়ক ও সদস্য সচিব সহ অপর সদস্যদের অস্টকোনা মন্দিরে এক সভায় শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারী বাবার অস্টকোনা মন্দিরের উন্নয়ন কর্মকান্ড পরিচালনার লক্ষে আগামী ২ বছরের জন্য উল্লেখিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের নাম ঘোষনা করেন।