নিজস্ব প্রতিবেদক:
জাতীয় ক্বিরাত প্রতিযোগিতা- আমান সিম সাওতুল কুরআন-এ ইয়েস কার্ড পেয়েছে বরিশালের ৩ কিশোর ক্বারী। আসছে রমজানে এস এ টিভির পর্দায় অনুষ্ঠিত হবে জাতীয় ক্বিরাত প্রতিযোগিতা আমান সিম সাওতুল কুরআন- সিজন-৭, ২০২২।
মঙ্গলবার, ১৮ জানুয়ারি সকালে নগরীর বরিশাল প্রেসক্লাব অডিটরিয়মে প্রজাপতি মিডিয়া আয়োজিত ক্বিরাত প্রতিযোগিতায় বরিশাল বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে ৩ জনকে ইয়েস কার্ড প্রদান করেছেন বিচারক । এরা হলো মুমিনুল ইসলাম, মো. আবু সালেহ নাসির এবং মো. আব্দুল্লাহ বিন হুসাইন। অডিশনে বিচারকের দায়িত্ব পালন করেন- ক্বারী মাসুদ বিন মোস্তফা, ক্বারী মাসুদ সিদ্দিকী ও আশিক মুস্তাভী। জোন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন সাঈদ মাহফুজ।
সর্বশেষ অডিশন ২২ জানুয়ারি জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হবে। সারাদেশ থেকে বাছাইকৃত ২৭ জন ক্বারি নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা। সাওতুল কুরআন পুরো রমজান মাস জুড়ে এস.এ টিভিতে স¤প্রচার করা হবে।
জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী প্রথম স্থান অর্জনকারী ১ লাখ, দ্বিতীয় ৭৫ হাজার এবং তৃতীয় স্থানকারী পাবে ৫০ হাজার টাকা নগদ সম্মাননাসহ পুরস্কার । এছাড়া চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব ক্বারিকে দেয়া হবে পুরস্কার।