বরিশাল প্রতিনিধি:
সাবেক রাস্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় নগরীর সদর রোডস্থ দলীয় কার্যালয়ে বরিশাল জেলা বিএনপির (উত্তর) উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। সংগঠনের আহবায়ক মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহিদুল্লাহ’র সভাপতিত্বে বক্তব্য দেন সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন দিপেন, মেহেন্দিগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুক্তা, উত্তর জেলা মহিলা দল সভাপতি শায়লা শারমিন মিমু, কৃষকদলের আহবায়ক আঃ ছালাম শেখ, মুলাদী পৌর বিএনপি আহবায়ক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক দল নেতা মাহমুদ হাসান, উত্তর জেলা যুবদল আহবায়ক সালাউদ্দিন পিকলু, দুলাল রায় প্রমুখ। বক্তারা বলেন, শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের সাড়ে তিন বছরের শাসন আমলের কথা স্মরণ করে এখনও দেশের মানুষ তার জন্য দোয়া করেন। সেই ভালবাসার অংশ হিসেবে জনগণ খালেদা জিয়াকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। এই জনপ্রিয়তায় ইর্শ্বান্বিত হয়ে জিয়া পরিবার ও বিএনপিকে ধ্বংস করার জন্য অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছে। দমন-পীড়ন চালাতে সরকার রাস্ট্রযন্ত্র ব্যবহার করছে। তাই শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াসহ তারেক রহমানের নেতৃত্বে আমাদের আন্দোলন-সংগ্রাম আরো বেগবান করতে রাজপথে থাকার জন্য সকলকে আহ্বান জানান বক্তারা। সভা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।