বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বাবুগঞ্জের মীরগঞ্জ খেয়া ইজারা কার্যক্রম স্থগিত

বাবুগঞ্জের মীরগঞ্জ খেয়া ইজারা কার্যক্রম স্থগিত

বরিশাল প্রতিনিধি:
বরিশাল জেলার বাবুগঞ্জের মীরগঞ্জ খেয়া নিয়ে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন থাকায় আগামী ২০ জানুয়ারি ২০২২ তারিখ উক্ত খেয়া ইজারা কার্যক্রম স্থগিত করা হয়েছে। ২য় আহবান হতে যথারীতি ইজারা কার্যক্রম চলমান থাকবে বলে জেলা পরিষদ সুত্রে জানায়। রিট পিটিশন সূত্রে জানা গেছে, বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ খেয়া ঘাটে ক্ষতিপূরণের ভিত্তিতে আরও ছয় মাসের জন্য আবেদনকারীদের আবেদন গত ১১ নভেম্বর ২০২১ অনুযায়ী এবং ৪ জানুয়ারি ২০২২ তারিখের উত্তরদাতা কর্তৃক জারি করা টেন্ডার বিজ্ঞপ্তির স্থগিতাদেশ এবং পূর্বোক্ত রিট আবেদনটি মহামান্য হাইকোর্ট বিভাগের ডিভিশন বেঞ্চে বিচারাধীন। মহামান্য হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি মি. খন্দকার দিলীরুজ্জামান মামলাটি কার্যতালিকায় আইটেম নং- ১০৫, ১০ জানুয়ারি ২০২২ এবং রিট আবেদনটি মহামান্য আদালতের যথাযথ প্রক্রিয়া অনুযায়ী শুনানির জন্য নেওয়া হবে।
উল্লেখ্য, গত ০৫ জানুয়ারি ২০২২ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় বরিশাল জেলা পরিষদের তফসিলভূক্ত ও নিয়ন্ত্রনাধীন খেয়াঘাট সমূহ বাংলা ১৪২৯ সালের জন্য (১ বৈশাখ হতে ৩০ চৈত্র পর্যন্ত) দরপত্রের মাধ্যমে ইজারা দেয়া হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech