বরিশালের বাকেরগঞ্জে জাটকা বিক্রয় ও সংরক্ষণের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন বাজারে ৬ জন মাছ ব্যাবসায়ীর কাছ থেকে ৪ মন জাটকা জব্দ করে এ জরিমানা করা হয়। জব্দকৃত জাটকা উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। উপজেলা মৎস কর্মকর্তা রাকিব হাসানের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো.ইজাজুল হক।