২৩ জানুয়ারি ২০২২ খ্রি. বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে পদোন্নতিপ্রাপ্ত বিএমপি কমিশনার (অতিরিক্ত আইজিপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার) মহোদয় মাননীয় পুনাক সভানেত্রী জনাব আফরোজা পারভীন ( সহধর্মিণী অতিরিক্ত আইজিপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার) এর উপস্থিতিতে র্যাংক ব্যাজে ভূষিত হন। র্যাংক ব্যাজ পরিয়ে দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয়।
এছাড়াও পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি আবু হাসান মুহম্মদ তারিক, বিপিএম-সেবা, পিবিআই’র ডিআইজি বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম-সেবা, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) ড. হাসান উল হায়দার, বিপিএম-সেবা, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) মোঃ মনিরুল ইসলাম, বিপিএম (বার), পিপিম (বার), শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম-সেবা ও ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ বিপিএম-সেবা।
বাংলাদেশ পুলিশের ইতিহাসে এবারই প্রথম র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে তাদের সহধর্মিণীগণও উপস্থিত ছিলেন।