বরিশাল প্রতিনিধি:
বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিন অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা চালু এবং শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সরকারি বিএম কলেজের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সাধারন শিক্ষার্থীদের ব্যানারে প্রথমে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। পরে তারা কলেজের প্রশাসনিক ভবনের সামনে সড়কে মানববন্ধন করে। এছাড়া ইসলামী ছাত্র আন্দোলন একই সময় একই স্থানে পৃথক একটি মানববন্ধন করে। এসময় কলেজ শিক্ষার্থী আব্দুর রহিম জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিন ৭টি কলেজে পরীক্ষা চলছে। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিন সমস্ত পরীক্ষা করোনার কারনে বন্ধ করে দেয়া হয়েছে। যার ফলে মাত্র ২ থেকে ৩টি বিষয়ের পরীক্ষা তাদের আটকে রয়েছে। তাছাড়া বানিজ্যমেলাসহ নানা কর্মকান্ড চালু রেখে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যহত হচ্ছে। এই অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবী জানাচ্ছি। পরে তারা কলেজ অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি পেশ করে। কলেজ অধ্যক্ষ গোলাম কিবরিয়া বলেন, আমরা বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষে সাথে কথা বলছি।