বরিশাল ব্যুরো:
অদম্য যৌবনে বেকারত্ব-বৈষম্যের প্রাচীর ভাঙো, দুর্নীতি, মাদক ও সা¤প্রদায়িকতার বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ করে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। শুক্রবার বাংলাদেশ যুব মৈত্রী বরিশাল জেলা কাউন্সিলে এই আহ্বান জানানো হয়। জেলা সভাপতি ফায়জুল হক বালী ফারাহীন এর সভাপতিত্বে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আইনজীবী এ্যানেক্স ভবন আইনজীবী সমিতি হল রুমে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলের উদ্বোধনী বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব মৈত্রী সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল ৩ আসনের সাবেক সংসদ সদস্য শেখ মোঃ টিপু সুলতান। তিনি তার বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অস্প্রদায়িক, গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানের লক্ষে যুব মৈত্রীকে সু-সংগঠিত করে লড়াই জোরদার করতে হবে। কাউন্সিলে আরো বক্তব্য রাখেন যুব মৈত্রী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহীন হোসেন, কেন্দ্রীয় কমিটি সদস্য জহুরুল ইসলাম টুটুল আলাউদ্দীন খান, জেলা কমিটির সহ-সভাপতি এ্যাড. পরেশ চন্দ্র দে, উজিরপুর উপজেলা কমিটির সভাপতি জাহিদ হোসেন খান ফারুক, বাবুগঞ্জ উপজেলা কমিটির সভাপতি হাসানুর রহমান পান্নু প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ জামাল উদ্দিন।
কাউন্সিল অধিবেশন শেষে সর্বসম্মতিক্রমে ফায়জুল হক বালী ফারাহীনকে সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক ও নজরুল ইসলাম তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ যুব মৈত্রী বরিশাল জেলা কমিটি গঠন করা হয়।