বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

গির্জা মহল্লায় মোবাইলের দোকানে লুট: থানায় জিডি

গির্জা মহল্লায় মোবাইলের দোকানে লুট: থানায় জিডি

স্টাফ রিপোর্টার:

বরিশাল নগরের গির্জা মহল্লায় একটি মোবাইলের দোকানের তালা কেটে ১০ লক্ষ টাকার মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রবিবার সকাল নয়টার দিকে ভেনাস মার্কেটের রং বে রং নামের মোবাইলের দোকানে এ ঘটনা ঘটে। এসময় মার্কেটের ভেতরে লুটেরাদের প্রবেশে বাধা দিলে নৈশ প্রহরী মোঃ আরিফকে মারধর করা হয়।নৈশ প্রহরী মোঃ আরিফকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মালামাল লুট ও নৈশ প্রহরীকে মারধরের ঘটনায় ভেনাস মার্কেট দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক খন্দকার মোহাম্মদ কামাল হোসেন আজ দুপুরেই বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়েরি করেন। ভেনাস মার্কেট দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক খন্দকার মোহাম্মদ কামাল হোসেন বলেন,‘দিনে দুপুরে অর্ধ শতাধিক লোক নিয়ে নৈশ প্রহরীকে মারধর করে রং বে রং নামের মোবাইলের দোকানের মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়। বাবুগঞ্জ উপজেলার রফিয়াদি গ্রামের নূর হোসেন ও সুদে কারবারি টুটুল ওরফে চাপাবাজ টুটুলের শেল্টারে অর্ধ শতাধিক লোক এ লুটকান্ড ও হামলার ঘটনা ঘটিয়েছে। ভেনাস মার্কেট দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক খন্দকার মোহাম্মদ কামাল হোসেন আরও বলেন, রং বে রং নামের মোবাইলের দোকান নিয়ে সাত বছর ধরে আদালতে মামলা চলমান রয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এখানে স্থিতিবস্থা জারি করা হয়েছে। লুটতরাজ বাহিনীর ভয়ে আমরা ব্যবসায়ীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এ বিষয়ে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।” এদিকে রং বে রং নামের মোবাইলের দোকানের সত্ত্বাধিকারী মোঃ সাকিব বলেন,‘রবিবার সকালে ঘুম থেকে উঠে শুনি মার্কেটের প্রহরীকে মারধর করে আমার দোকানের তালা কেটে মালামাল লুট করা হয়েছে। পরে দোকানে এসে দেখি আমার দোকানের তালা কেটে লুটেরা বাহিনী ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। দোকানের মালামাল লুট করার বিষয়টি মালিক সমিতির কাছে জানানো হয়। পরে ভেনাস মার্কেট মালিক সমিতির পক্ষ থেকে থানায় জিডি করা হয়’। এদিকে বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম জানান,‘মার্কেটের লোকজন থানায় এসে অভিযোগ দিয়েছে। তদন্ত চলছে’।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech