বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বাকেরগঞ্জে ফাইজারের টিকা পেল ৩৭ হাজার শিক্ষার্থী

বাকেরগঞ্জে ফাইজারের টিকা পেল ৩৭ হাজার শিক্ষার্থী

বরিশাল প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার স্কুল শিক্ষার্থীদের করোনার ফাইজারের টিকা দেওয়া শেষের দিকে। প্রায় ৯০ শতাংশ স্কুল শিক্ষার্থীর টিকা দেওয়া শেষ। উপজেলার বিভিন্ন অস্থায়ী টিকা দান কেন্দ্রে  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের এ টিকা প্রদান করেছেন স্বাস্থ্যকর্মীরা। বাকেরগঞ্জে ১২ থেকে ১৮ বছর বয়সি স্কুল শিক্ষার্থীদের গত ১৪ ডিসেম্বর থেকে করোনার ফাইজারের টিকা প্রদান শুরু হয়ে গতকাল রবিবার শেষ হয়। আর কোনো শিক্ষার্থী টিকা নিতে আসছে না। গতকাল রবিবার পর্যন্ত উপজেলায় মোট ৩৭ হাজার ৩ শত ৯৪ জন শিক্ষার্থীকে এ টিকা প্রদান করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাধ অধিকারী জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকমল হোসেন প্রথম পর্যায় ৩০ হাজার শিক্ষার্থীর টিকার চাহিদা দিলেও দ্বিতীয় পর্যায় সেটা ৩৭ হাজার দেওয়া হয়। সর্বশেষ গতকাল পর্যন্ত আমার কর্মীরা ৩৭ হাজার শিক্ষার্থীর টিকা শেষ করেছে। আর কোনো শিক্ষার্থী টিকা নিতে আসেনি চাহিদা অনুযায়ী প্রায় ৯০ শতাংশ স্কুল শিক্ষার্থীর টিকা প্রদান সম্পন্ন হয়েছে। এছাড়া এ পর্যন্ত উপজেলার মোট ৩ লাখ ৭১ হাজার জনসংখ্যার মধ্যে ১ লাখ ৯৫ হাজার ২০৬ জনকে টিকার আওতায় আনা হয়েছে। তাতে ৫৩ শতাংশ টিকা গ্রহণ করেছে। বর্তমানে টিকা প্রদানের কাজ চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech