বরিশাল প্রতিনিধি: নগরীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা সহ এক নারীকে আটক করা হয়েছে । ৩১ জানুয়ারী, সোমবার বিএমপি পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা বিএমপির একটি টিম নগরীর কোতয়ালী মডেল থানাধীন ১০নং ওয়ার্ডের কালেক্টরেট পুকুরের দক্ষিণ পাশ সংলগ্ন জাদুঘরের পিছনে থেকে অভিযান পরিচালনা করে আটক করা হয়।
অভিযান পরিচালনাকালে কোতয়ালী মডেল থানাধীন বঙ্গবন্ধু কলোনী, ১১নং ওয়ার্ডস্থ চাঁদমারীর মৃত আলী হোসেন সিকদার এর মেয়ে সুমি আক্তার (২৪)কে, ৩৮ (আটত্রিশ) পিচ ইয়াবা সহ আটক করা হয় ।
গ্রেফতার কৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।