বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

‘সবাইকে নিয়ে সুন্দর বরিশাল গড়তে চাই’ গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় নবাগত বিভাগীয় কমিশনার

‘সবাইকে নিয়ে সুন্দর বরিশাল গড়তে চাই’ গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় নবাগত বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার ॥ গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন নবাগত বিভাগীয় কমিশনার ‍আমিন ‍উল ‍আহসান

বরিশালে কর্মরত সকল পর্যায়ের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন নবাগত বিভাগীয় কমিশনার মো. ‍আমিন ‍উল ‍আহসান। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বরিশাল সার্কিট হাউজে বরিশাল জেলা প্রশাসনের ‍আয়োজনে ‍এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক জসীম ‍উদ্দীন হায়দারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ‍আলোচনা করেন বিভাগীয় কমিশনার মো. ‍আমিন ‍উল ‍আহসান।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে নবাগত বিভাগীয় কমিশনার বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সাংবাদকিরা একটি সরকার ও প্রশাসনের গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে পারেন। তারাই পারেন সঠিক পথ দেখাতে। জাতির যে কোন ক্রান্তিলংগ্নে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকায় উপকৃত হয় জাতি, এগিয়ে যায় দেশ। তিনি তাঁর বক্তৃতায় আরো বলেন আমি যে কয়দিন বরিশালে থাকব আপনারাসহ সকলের সহযোগিতা নিয়ে বরিশালকে এগিয়ে নিয়ে যেতে চাই। দক্ষিণ বাংলার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যার দিক নির্দেশনা এবং উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নের জন্য আমি সর্বাত্মক আত্মোনিয়োগ করব। তিন আরো বলেন অর্থনৈতিক দিক দিয়ে এই দক্ষিণ বাংলা এগিয়ে যাবে বহুদূর। এখানে মানুষের কর্মের সুযোগ বাড়তেই থাকবে। কভিড-১৯ নিয়ে সরকার এ বিষয়ে সব সময় সঠিক পদক্ষেপের মাধ্যমে দেশবাসীকে ঠিক পথে পরিচালনা করতে পারছে বলে আমাদের অর্থনীতি মুখথুবরে পড়েনি।

এসময় মঞ্চে ‍উপস্থিত ছিলেন শহীদ ‍আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ‍এসএম ‍ইকবাল, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক শাহনামা পত্রিকার সম্পাদক কাজী ‍আবুল কালাম ‍আজাদ। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ‍এসএম জাকির হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন- বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও মুরাদ ‍আহমেদ, বর্তমান কমিটির সহ-সভাপতি পুলক চ্যাটার্জি, মেট্রোপলিটন প্রেসক্লাবের সহ-সভাপতি এম আর প্রিন্স, কাজী ‍আল মামুন, কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা ‍আব্দুর রাজ্জাক ভূইয়া, সময় টেলিভিশনের বরিশালের অফিস প্রধান অপূর্ব অপুসহ সাংবাদিক নেতৃবৃন্দ ‍উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে সাংবাদিক নেতৃবৃন্দ বরিশালে গণমাধ্যম কর্মীদের পেশাগত মান ‍উন্নয়নের পাশাপাশি কর্মক্ষেত্রে সকল প্রকার সহযোগিতা কামনা করেন নবাগত বিভাগীয় কমিশনারের নিকট। ‍এসময় সাংবাদিকদের পাশে থেকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন বিভাগীয় কমিশনার ‍আমিন ‍উল ‍আহসান।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech