শামীম আহমেদ ॥ ভাগ্নিকে (বোনের মেয়ে) দাফন করে ফেরার পথে বেপরোয়াগতির অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় পথচারী মামা এস্কেন্দার চৌকিদার (৬০) নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত দশটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর কসবা আল্লাহর মসজিদ বাসষ্ট্যান্ড এলাকায়। নিহত ব্যবসায়ী এস্কেন্দার চৌকিদার কালকিনি উপজেলার রামারপোল গ্রামের মৃত ইসমাইল চৌকিদারের ছেলে।
জানা গেছে, কসবা গ্রামের জনৈক হালিম হাওলাদারের স্ত্রী রেকসোনা বেগম (২৫) বাচ্চা প্রসবের সময় মৃত্যুবরণ করেন। সোমবার রাতে মরহুমার জানাজা শেষে পারিবারিক কবরস্তানে দাফন করা হয়।