বিশ্ব ক্যান্সার দিবস-২০২২ উপলক্ষে বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে শুক্রবার সকাল ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর পরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালি করা হয়। এই আয়োজন করে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ।
এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক (অবঃ) ও প্রখ্যাত প্যাথলজী কনসালট্যান্ট ডা. এস এম ইকবালুর রহমান (সেলিম)।
ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ এর বরিশাল বিভাগীয় সমন্বয়ক সাংবাদিক রিয়াজ পাটওয়ারী এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মামুন-অর-রশিদ।
এছাড়া এতে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের অঙ্গীকারের বার্তা সম্পাদক মসিউর মন্টু, কলমের কণ্ঠ`র বার্তা সম্পাদক আরিফ হোসেন, বরিশাল প্রতিদিনের যুগ্ম বার্তা সম্পাদক ফাহিম ফিরোজ, বরিশাল বার্তা ‘র যুগ্ম বার্তা সম্পাদক শাহাদাত তালুকদার, দৈনিক তৃত্বীয় মাত্রার ব্যুরো প্রধান মাহমুদ হাসান, ক্রাইম টাইমস এর সম্পাদক আম্মার হোসেন আমান, বরিশাল বাণী’র রিপোর্টার খান ফিরোজ, ভোরের কাগজের নলছিটি প্রতিনিধি সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক পাভেল ফেরদৌস ইমন, মহাদেব কর্মকার, ভোরের অঙ্গীকারের স্টাফ রিপোর্টার ইমরান হোসেন, লিটন বাইজিদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হামিদুল মুন্সী, আবিদুর রহমান, বাপ্পি শিকদার, সাব্বির হোসেন, মিজানুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির আলোচনায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক (অবঃ) ও প্রখ্যাত প্যাথলজী কনসালট্যান্ট ডা. এস এম ইকবালুর রহমান (সেলিম) বলেন, ক্যান্সার বাংলাদেশের ৬ষ্ঠ লিডিং কস অব ডেথ। সুতরাং ক্যান্সার প্রতিরোধে সচেতন হওয়ার কোন বিকল্প নেই। সচেতনতার অভাবে একদিকে কিছু মানুষ ক্যান্সারে আক্রান্ত হন, অপরদিকে আক্রান্ত রোগীরাও সচেতনতার অভাবে ক্ষতিগ্রস্থ হন। তাই এ বিষয়ে ন্যূণতম সম্যক ধারনা থাকা জরুরী। ক্যান্সার হওয়ার কারন, প্রতিরোধের উপায়, প্রতিকার ও চিকিৎসা পদ্ধতি নিয়ে বিষদ আলোচনা করেন তিনি।