শামীম আহমেদ ॥
আওয়ামী সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক সিরাজগঞ্জে যুবদল নেতা আকবর আলীকে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে বরিশাল (দক্ষিণ) জেলা যুবদল ও বরিশাল উত্তর জেলা যুবদলের বিক্ষোভ মিছিল পুলিশ বাধা দিয়ে পন্ড করে দিয়েছে।
আজ শনিবার (৫ই) জানুয়ারী সকাল ১১টায় নগরীর সদররোডস্থ মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যলয়ের সামনে থেকে পৃথকভাবে বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে বেড় হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দিয়ে মিছিল পন্ড করে দেয়।
এর পূর্বে জেলা যুবদল (দক্ষিণ) সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদের সভাপতিত্বে বিক্ষোভ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সহ- সভাপতি নুরুল আলম কয়েস,যুগ্ম সম্পাদক মোঃ বেলায়েত হোসেন,যুগ্ম সম্পাদক মোঃ অলিদ খান,উজিরপুর যুবদল আহবায়ক সামসুদ্দোহা আজাদ ও আরিফুর রহমান রুমান।
এর পূর্বে দলীয় কার্যলয়ের সামনে বরিশাল উত্তর জেলা যুবদল এক বিক্ষোখ প্রতিবাদ সভা করেন। সাহালোম হাওলাদারের সভাপতিত্বে এখানে বক্তব্য রাখেন যুবদল সদস্য রোকনুজ্জামান,জসিম সিকদার,হুমাউন কবীর প্রমুখ।
প্রতিবাদ সভা শেষে মিছিল বেড় করার চেষ্টাকালে পুলিশ টাউন হল গেটের মুখে বাধা দিয়ে তা পন্ড করে দেয়।