শামীম আহমেদ ॥
শ্রদ্ধাঞ্জলি, যজ্ঞ, ভক্তিগীতি আর আরতির মধ্যদিয়ে বরিশালে অনুষ্ঠিত হয়েছে বিদ্যার দেবী সরস্বতী পূজা। সন্ধ্যায় থাকছে আরতি আর সাংস্কৃতিক অনুষ্ঠান। শ্রী পঞ্চমী তিথিতে অনুষ্টিত এই পূজায় আজ শনিবার সকাল থেকেই অঞ্জলি প্রদান শুরু হয়।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পাড়ায় মহল্লায় বারোয়ারি পূজা এবং ব্যক্তিগত মিলিয়ে বরিশাল নগরীতে তিন হাজারাধিক পূজা অনুষ্ঠিত হচ্ছে। করোনার কারণে এবারে এই পূজার সংখ্যা গেল বছরের চেয়ে কমে এসেছে। সরস্বতী পূজা উপলক্ষে মন্ডবগুলো বর্ণিল সাজে সাজানো হয়েছে। সকাল থেকেই দেবীর পায়ে অঞ্জলি নিবেদন করতে শত শত বিদ্যার্থীরা তাদের স্কুল কলেজে এসে উপস্থিত হয়। দেবীর কাছে পুরোটা বছর যেন নির্বিঘ্নে এবং মনোযোগ সহকারে পড়াশুনা করে ভালো ফলাফল করতে পারেন এই কামনা করে। আর চলামান করেনাকালীন সময়ে নিজেদের ও সংসারের অন্যদের মঙ্গল কামনা করেন বয়স্য ভক্তরা।