শামীম আহমেদ ॥ সম্পত্তি আত্মসাতের জন্য চাচাদের বিরুদ্ধে বাবাকে হত্যার পর লাশ গুমসহ পুরো সম্পত্তি থেকে বঞ্ছিত করে আত্মসাত করার ঘটনায় সংবাদ সম্মেলন করেছিলেন অসহায় এতিম মেয়ে মৌরিন আক্তার আশামনি।
জেলার বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর গ্রামের মিয়া বাড়ির সন্তান এনামুল হক আনাম মিয়ার একমাত্র কন্যা আশামনি। চাচাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের ও সংবাদ সম্মেলনের পর ক্ষিপ্ত হয়েছেন জমি আত্মসাত করা আশামনির চাচারা। রবিবার সকালে এতিম মেয়ে আশামনি অভিযোগ করেন, তার বাবার মতো এবার তাকে তার চাচা ছানাউল হক ছানা মিয়া হত্যার পরিকল্পনা করেছেন। ফলশ্রুতিতে তার রমজানকাঠী গ্রামের শ্বশুড়ালয়ের বাড়িতে প্রায় রাতেই অপরিচিত লোকজনের আনাগোনা বৃদ্ধি পেয়েছে।
এমনকি ছানাউল হক মিয়া সংবাদ সম্মেলনের পর লোক দেখানোভাবে একটি দৈনিক পত্রিকায় ও তার ফেসবুক পেজে নিজের ছবি দিয়ে প্রতিবাদ করেছেন। তাতে তিনি নিজেই স্বীকার করেছেন আমি (আশামনি) তাদের কাছে জমি পাবো। এতিম মেয়ে মৌরিন আক্তার আশামনি তার কোন ক্ষতি সাধিত হলে তার জন্য ছানাউল হক মিয়াকে দায়ী করে পৈত্রিক অধিকার ফিরে পেতে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
হত্যা পরিকল্পনার অভিযোগ অস্বীকার করে ছানাউল হক ছানা মিয়া বলেন, আশামনি আমাদের কাছে কিছু সম্পত্তি পাবে। যেহেতু সে সম্পত্তির জন্য আদালতে মামলা দায়ের করেছে, তাই তাকে আদালতের মাধ্যমেই সম্পত্তি বুঝিয়ে দেওয়া হবে।