সপ্তম ধাপে ১৩৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৬টি ইউনিয়নে ইভিএমে এবং বাকি ১২৯টি ইউনিয়নে ভোট হচ্ছে ব্যালটের মাধ্যমে।
নির্বাচনের এই ধাপে তিন পদে মোট ৫ হাজার ৮৭৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য ৪৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের সময় চট্টগ্রামের সাতকানিয়ায় তিন ইউনিয়নে বেশ কয়েকটি কেন্দ্রে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
এদিকে, ব্যালট পেপার ছিনতাই ও জাল ভোটের অভিযোগে একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার সেনুয়া ইউনিয়নে একটি কেন্দ্রে পটকা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া, নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের পিএল একাডেমি ও পশ্চিম সিরাজপুর সরকারি স্কুল কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুল আউয়াল তানসেন।
এছাড়া, কুমিল্লার বুড়িচং উপজেলায় ছয়গ্রাম ইউনিয়নে একটি কেন্দ্রে ধীরগতিতে ভোটগ্রহণের অভিযোগে দায়িত্বরত সহকারী প্রিজাইডিং অফিসার বেলায়েত হোসেন মজুমদারকে প্রত্যাহার করে প্রশাসন। আর জাল ভোটের অভিযোগে তিনজনকে আটক করা হয়।