শামীম আহমেদ ॥
পুলিশ কমিশনার (বিএমপি) মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার সম্প্রতি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি ও বরিশাল সোনালী ব্যাংক, কর্পোরেট শাখার জেনারেল ম্যানেজার একেএম সেলিম আহমেদ পদোন্নতি পাওয়ায় রবিবার রাতে কৃষিবিদ ইনস্টিটিউশন বরিশাল এর সাগরদিস্থ কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন বরিশাল এর পক্ষ থেকে পুলিশ কমিশনার বিএমপি শাহাবুদ্দিন খান ও একেএম সেলিম আহমেদ সহ দু’জনকে এক সংবর্ধনা প্রদান করা হয়।
বরিশাল জেলার (কেআইবি সভাপতি) রহমতপুর কৃষি ইনস্ট্রিটিউট অধ্যক্ষ কৃষিবিদ হৃদয়শ্বর দত্তের সভাপতিতে ও বরিশাল জেলা ( কেআইবি) সাধারন সম্পাদক কৃষিবিদ ও বরিশাল জেলা প্রাণি সম্পদ অফিসার ড. মোঃ নুরুল আলমের সঞ্চলনায় সংবর্ধনা অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) প্রলয় চিসিম, বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন বরিশাল জেলা শাখার শীর্ষ কর্মকর্তাগণ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার/এস্টেট/ট্রান্সপাের্ট/বন্দর থানা) মোঃ ইব্রাহীম সহ কৃষিবিদ ইনস্টিটিউশন এর কৃষি সম্প্রসারন অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর,বাংলাদেশ কৃষি গবেষণা আনস্টিটিউট,পরমানু কৃষি গবেষনা ইনস্টিটিউট,মৎস্য অধিদপ্তর,বিএডিসি,বিভিন্ন রাষ্ট্রয়ত্ব ব্যাংক সহ সরকারী ও বেসরকারী সংস্থার শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।