বরিশাল প্রতিনিধি:
বরিশালে পুনাক হস্ত ও কুটিরশিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকালে নগরীর বিআইডব্লিউটিএ মেরিন ওয়ার্কসপ মাঠে মেলার শুভ উদ্বোধন করেন বিএমপি পুনাক সভানেত্রী আফরোজা পারভীন। এসময় তিনি বলেন, পুনাক পুলিশ পরিবারের নারী সদস্যদের একটি কল্যাণমুখী সংগঠন। ১৯৮৬ সালে পুনাক প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। দীর্ঘ পথ পরিক্রমা ও সময়ের বিবর্তনে পুনাক বিএমপি আজ বরিশাল মেট্রোপলিটন পুলিশ পরিবারের নারী সদস্যদের গৌরব, আস্থা ও অনুপ্রেরনার প্রতীক। সংগঠনটি নারীর ক্ষমতায়ন ও নারীর কল্যাণ সহ সমাজের বিভিন্নমুখী কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুনাক বিএমপি নারী জাগরনে কল্যাণমুখী নতুন নতুন পদক্ষেপ গ্রহনের মাধ্যমে সমাজের অসহায় ও দুস্থ্য নারীদের একান্ত নির্ভরতা ও আশ্রয়স্থল হিসেবে গড়ে উঠতে সক্ষম হয়েছে। এ সময় তিনি আরও বলেন, মেলায় ১২০টি ষ্টল রয়েছে। এখানে নারীদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সহ সিসি ক্যামেরা স্থাপনের মেলার সকল কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন, বিএমপি পুনাকের দপ্তর সম্পাদিকা ফারহানা তানজীম, উৎপাদক সম্পাদিকা রোমানা আশরাফ, সাংস্কৃতিক সম্পাদিকা শারমিন আখতার, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) নাসরিন জাহান সহ পুনাক বিএমপির অন্যান্য সদস্যরা।