বরিশাল প্রতিনিধি : বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনুর সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিতে গিয়ে জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার এই কথা বলেন। ইতোমধ্যে তাকে চিকিৎসার জন্য অর্থ সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। জমি ও ঘর দিতে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে।
১০ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার তাকে দেখতে বরিশাল নগরির ২৪ নং ওয়ার্ড, রুপাতলী লাল দিঘীর পার এলাকায় তার বাড়িতে যান জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। আনোয়ার হোসেন আনু ও তার পরিবারের সাথে কথা বলেন এসময় তার চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। এসময় জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে কোনো মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না।
এখন পর্যন্ত সারাদেশে ১ লাখ ২৬ হাজার ঘর দেওয়া হয়েছে। ৯ লাখ পর্যন্ত গৃহহীনদের ঘর দেওয়ার পরিকল্পনা রয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা করে ঘর বরাদ্দ রয়েছে। সেই ঘরগুলো অনেক বেশি উন্নতমানের। প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন, একজন মুক্তিযোদ্ধাও যেন অনাহারে, অর্ধাহারে, কষ্টে না থাকেন। যারা মুক্তিযোদ্ধা রয়েছেন, যাদের জন্য আমরা স্বাধীন দেশ পেয়েছি, তাদের কাছে আমাদের দায় আছে। আমরা বীর মুক্তিযোদ্ধাদের যে কোনো কষ্টে বা প্রয়োজনে সব সময়ে পাশে আছি।
তিনি বলেন, আনোয়ার হোসেন আনু যেন ঘর ও জমি পান সেই ব্যবস্থা গ্রহণে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেছি। যেকোনো কারণেই হোক তিনি স্বীকৃতি পাননি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, যেন পরবর্তী তালিকায় তার নাম আসে। এছাড়া আনোয়ার হোসেন আনুকে সব ধরনের সহায়তায় জেলা প্রশাসন পাশে থাকবে। বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনুকে অর্থ সহায়তা ও ঘর দেওয়ার উদ্যোগ নেন জেলা প্রশাসক।