বরিশাল প্রতিনিধি:
জেলা প্রশাসনের মাধ্যমে এডিপিভূক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিতকরণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ প্রত্যাহারের দাবিতে বরিশালে মানববন্ধন করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ। গতকাল বৃহস্পিতিবার বেলা ১১টায় নগরীর অশি^নী কুমার হলের সামনে সদর রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গণ পূর্ত অধিদপ্তরের প্রকৌশলী আহম্মেদ আনোয়ার নজরুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন গণ পূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জেরাল্ড অলিভার গুডা, বিএডিসি নির্বাহী পরিচালক চঞ্চল কুমার মিস্ত্রি, আইইবির সম্পাদক শমসের আলী প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে যত ইঞ্জিনিয়ারিং প্রকল্প রয়েছে সেগুলো পরিবিক্ষ, নিরিক্ষন এবং মূল্যায়নের দায়িত্ব ছিলো সংশ্লিস্ট দপ্তরের প্রধানের কাছে। এর ভালো মন্দ নিরিক্ষ করতে পারে তারা যা অন্য কেই বুঝতে পারবেনা। কিন্তু সেটিকে পরিবর্তন করে জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে আদেশ জারিকরে জেলা প্রশাসনের আওতায় নিয়ে আসছে। এর জোর প্রতিবাদ এবং অনতিবিলম্বে এই আদেশ প্রত্যাহারের দাবি জানান তারা।