অনলাইন ডেস্ক:
সাভারের একটি বাড়ির ছাদে উঠে কুপিয়ে গাছ কেটে ফেলা সেই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই নারীর নাম লাকি। তিনি স্থানীয় বাসিন্দা সেলিমের স্ত্রী বলে জানা গেছে।
সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ছাদে টবে লাগানো গাছের মালিকের দায়ের করা মামলায় ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
লাকি বলেন, আমি অন্যায়ের প্রতিবাদ করেছি এই জন্য পুলিশ আমাকে আটক করেছে। গাছের প্রতি আমার কোনো ক্ষোভ নাই। হাবিব সাহেব আমাকে বকাবকি করেছেন- আমাকে ছাদ থেকে ফেলে দেবেন, আমাকে মারবেন। আমাকে বার বার মারতে আসছে, আপনারা ভিডিওতে দেখেননি?
গাছগুলো কাটার পর অনুতপ্ত কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গাছ কেটে আমি ঠিক কাজ করিনি, আমি অনুতপ্ত।
এর আগে মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় সাভারের সিআরপি রোডের একটি বাড়ির ছাদে টবে লাগানো গাছ দা দিয়ে কুপয়ে কেটে ফেলেন ওই নারী। গাছ কাটার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন সুমাইয়া হাবিব নামে এক নারী। যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
সুমাইয়া হাবিবের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, লাকি দা হাতে সুমাইয়ার মায়ের তৈরি করা ছাদ বাগানের সব গাছ কেটে সাফ করে দিচ্ছেন। তিনি কাঁদলেও থামছিলেন না লাকি। এমনকি একপর্যায়ে সুমাইয়াকে দা দিয়ে আঘাত করতেও উদ্যত হন লাকি।
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই লাকির শাস্তি দাবি করেন।