গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশাল-ঢাকা-মহাসড়কে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোড়ে শনিবার দুপুরে মাহিন্দ্রা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফেরদৌস বেপারী (১৮) নামের মোটরসাইকেল চালক এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। ভয়াবহ এ দুর্ঘটনায় নাহিয়ান (১৫) নামের অপর এক মোটরসাইকেল আরোহী দশম শ্রেনীর স্কুলছাত্র ও মাহিন্দ্রা চালক আব্দুল হাকিম (৪৫) গুরুতর আহত হয়েছে। তাদেরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ফেরদৌস (১৮) পার্শ্ববর্তি বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া এলাকার বাসিন্দা এবং রাকুদিয়া সরকারী আবুল কালাম ডিগ্রি কলেজের ছাত্র।
গৌরনদী হাইওয়ে থানার সেকেন্ড অফিসার সার্জেন্ট মোঃ মাহাবুবুর রহমান উজ্জল জানান, মাহিন্দ্রাটি ওই মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী বাসষ্টান্ড থেকে যাত্রী নিয়ে দুপুর পৌনে ১টার দিকে গৌরনদী বাসষ্ট্যান্ডের দিকে যাচ্ছিল এবং মোটর সাইকেলটি দুপুর ১টার কিছুক্ষন পূর্বে বাটাজোর বাসষ্ট্যান্ড থেকে রাকুদিয়ার দিকে দিকে রওনা হয়। পথিমধ্যে দুপুর ১টার দিকে যান দুটি বাটাজোড় কবি বাড়ির সামনে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মোটর সাইকেল আরোহী দুই ছাত্রকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ভর্তির পরপরই সেখানে মোটর সাইকেল চালক কলেজ ছাত্র ফেরদৌস মৃত্যুর কোলে ঢলে পড়ে। আহত স্কুল ছাত্র নাহিয়ানের অবস্থারও অবনতি হলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর দিকে মাহিন্দ্রা চালককে উদ্ধার করে স্থানীয়রা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক গন জানিয়েছেন আহত দু জনার অবস্থাই আশংকাজনক। তাদেরকে নিবির পর্যবেক্ষনে রাখা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেলাল হোসেন বলেন, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে দুর্ঘটনাকবলিত মাহিন্দ্রা ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে।