পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র সদর রোডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার রাত ৮ টার দিকে সদর রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ের বিপরীত দিকের একটি মিষ্টির দোকানে প্রথম আগুন দেখতে পায় লোকজন। খবর পেয়ে পিরোজপুর সদর, নাজিরপুর উপজেলা ও ইন্দুরকানী ইউজেলার ফায়ারসার্ভিস ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার পরে ফায়ারসার্ভিস ঘটনাস্থলে আসলেও শহরে পানির ব্যবস্থার সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় কর্মীদের। অগ্নিকাণ্ডের উৎস ও ক্ষয় ক্ষতি সম্পর্কে এখন কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব জানান, ডায়মন্ড মিষ্টান্ন ভাণ্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানাগেছে। আগুনে মোট ৩ টি প্রতিষ্ঠান পুড়ে গেছে।