বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

গৌরনদীর বীর প্রতীক খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা আব্দুল মালেক আর নেই

গৌরনদীর বীর প্রতীক খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা আব্দুল মালেক আর নেই

গৌরনদী প্রতিনিধি:
মহান স্বাধীনতা যুদ্ধের খেতাব প্রাপ্ত বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুর গ্রামের বাসিন্দা বীর প্রতীক বিডিআরের অবসরপ্রাপ্ত হাবিলদার আব্দুল মালেক (৮০) আর নেই। তিনি সোমবার রাত ৮টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে–রাজেউন)। দীর্ঘদিন যাবত তিনি হৃদরোগ, ডায়াবেটিকসসহ নানা রোগে ভুগছিলেন। ১০ বছর আগে পক্ষাঘাতে আক্রান্ত হয়ে তিনি পঙ্গুত্ব বরন করেন। তিনি স্ত্রী, ৪ পুত্র, ২কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১০টায় রাষ্ট্রিয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী াপিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ^াস।

আব্দুল মালেক ছিলেন মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহনকারী রনাঙ্গন কাঁপানো ৯ নং সেক্টরের বীরপ্রতিক প্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা। পাবিবারিক সূত্রে জানাগেছে, গৌরনদীর কুতুবপুর গ্রামের মৃত খাদেম আলী চাপরাশির ছেলে আব্দুল মালেক চাপরাশি ১৯৬১ সালে তৎকালিন ইপিআর বাহিনীতে যোগদান করেছিলেন। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি চাকুরি ছেড়ে এলাকায় চলে আসেন। এলাকার যুবকদের নিয়ে মুক্তিবাহিনীর একটি ইউনিট গঠন করেন। অতপর ট্রেনিংয়ের জন্য তাদের ভারত নিয়ে যান। ভারতের বেগুনদিয়া টাকী ক্যাম্পে তাদের ট্রেনিং প্রদান করা হয়। পরবর্তিতে আব্দুল মালেককে ৫৬ জন মুক্তিবাহিনীর একটি দলের গ্রুপ নিয়ে দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech