বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বিসিসি নির্বাচন: জাপার প্রার্থী তাপস

বিসিসি নির্বাচন: জাপার প্রার্থী তাপস

বরিশাল প্রতিনিধি:
২০২৩ সালে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষনা করেছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব প্রকৌশলী ইকবাল হোসেন তাপসকে মনোনয়ন প্রদান করা করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের মেয়র মনোনয়নপত্র ইকবাল হোসেন তাপসের হাতে তুলে দেন। এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলা ভূইঞা এবং সাংস্কৃতিক পার্টির আহবায়ক শরীফা কাদের উপস্থিত ছিলেন। বরিশাল সিটি নির্বাচনে জাতীয় পার্টির মেয়র মনোনিত প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেন, গত বারের মত এবারেও আমি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করবো। আমি নির্বাচিত হতে পারলে রাজনৈতিক সহবস্থান তৈরী করা অর্থাৎ দলমত নির্বিশেষে মহানগরের সকল পেশা, দল, মত, গোত্রের মানুষদেরকে সমন্বয় করে একটি সুন্দর সবল মহানগর গঠনে কাজ করবো। কেন্দ্রের অর্থায়নে মুখাপেক্ষি না থেকে সিটি করপোরেশনের মানুষদের নিয়ে লাভ জনক প্রকল্প গ্রহন করে সিটি করপোরেশনের আয় বৃদ্ধি কি ভাবে করা যায় সে দিকে গুরুত্ব দেওয়া, মহানগরবাসীর উপর করের বোঝা কমিয়ে আনা, বর্ধিত এলাকার নাগরিক সুবিধা বৃদ্ধি করা, মৃত খাল গুলো পুনুরুদ্ধার করা, নগরবাসীকে যানজট মুক্ত পরিছন্ন নগরী উপহার দেওয়া। মা ও শিশুদের জন্য হাসপাতাল স্থাপন করা, নগরবাসীকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করা এবং লঞ্চ ঘাট, বাস স্টান্ড চাঁদাবাজ মুক্ত করা হবে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech