গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
“পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন, প্রাণি সম্পদ প্রদর্শণীর আয়োজন” এ শ্লোগানকে ধারন করে গতকাল বুধবার সকালে বরিশালের গৌরনদীতে বর্নাঢ্য অয়োজনে প্রাণি সম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের উদ্যোগে উপজেলা সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই প্রদর্শণী বুধবার বেলা সাড়ে ১১টায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন করেন প্রদর্শণী অনুষ্ঠানের প্রধান অতিথি গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। এর পর দর্শনার্থীদের উদ্দেশ্যে প্রদর্শণীটি খুলে দেয়া হয়। প্রদর্শণীতে গবাদী পশু, ছাগল, হাস, মুরগী, কবুতর, নানা জাতের পাখিসহ হরেক রকম প্রাণী প্রদর্শন করা হয়। প্রদশর্ণীতে প্রাণী সম্পদের খামারীদের সর্বমোট ৪০টি ষ্টল বসেছিল। প্রাণী সম্পদের আকর্ষনীয় ও মনোরম প্রদর্শণী উপভোগ করতে এ সময় সেখানে হাজারের অধীক দর্শণার্থীদের ঢল নামে।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রদর্শণীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, গৌরনদী পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ জুলফিকার আলী চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জলিল, উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন শিল্পী, গৌরনদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক সঞ্জয় কুমার পাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান মোহাম্মদ মনিরুজ্জামান।
বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান, খামারী মোঃ এনামুল হক শামীম, মোঃ শহিদুল খান প্রমুখ।
প্রদর্শণীতে প্রথম স্থান অর্জন করেন উপজেলার গোবর্দ্ধন গ্রামের গাভীর খামারী মোঃ মানিক সরদার, দ্বিতীয় স্থান অর্জন করেন উপজেলার পূর্ব গরঙ্গল গ্রামের ষাড় গরুর খামারী ও ইউপি সদস্য মোঃ শহিদুল খান, তৃতীয় স্থান অর্জন করেন উপজেলার হোসনাবাদ গ্রামের ব্লাক বেঙ্গল ছাগলের খামারী মো ইব্রাহীম খলিফা। প্রদর্শণী শেষে প্রধান অতিথি বিজয়ী ষ্টল সমুহের মাঝে পুরস্কার বিতরণ করেন। ##