আজকের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠা করেন।
আজ ১৯ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা জেলা প্রশাসন বরিশাল এর সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী বরিশালের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ও সভাপতি জেলা শিল্পকলা একাডেমী বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় সাজ্জাদ পারভেজ, সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদা, বীর মুক্তিযোদ্ধা ললীত দাস, সংস্কৃতি জন কাজল ঘোষ ও জেলা কালচারাল অফিসার বরিশাল হাসানুর রশীদ মকসুদসহ বরিশাল শিল্পকলা একাডেমীর শিক্ষার্থী, অভিবাবক, প্রশিক্ষণার্থী ও সদস্যরা উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে নাট্যকর্মী ও শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল। পরে মনজ্ঞো এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।