বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বরিশালে একুশে ফেব্রুয়ারী ও মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন

বরিশালে একুশে ফেব্রুয়ারী ও মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন

শামীম আহমেদ ॥
বিভাগীয় শহর বরিশালে একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। এরপর জনতার পক্ষে শ্রদ্ধা জানান বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান, রেঞ্জ ডিআইজি এস এম আকতারুজ্জামান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার মো. মারুফ হোসেন। পুষ্পস্তবক অর্পণ করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন, টুরিস্ট পুলিশ, র‌্যাব-৮, সিআইডি বরিশাল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ, জাতীয় পার্টি, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
সকাল সাড়ে নয়টায় বরিশাল উত্তর জেলা বিএনপি, সকাল দশটায় বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপির আহবায়ক এ্যাড, মজিবর রহমান নান্টু ও সদস্য সচিব এ্যাড, আকতার হোসেন মেবুল,সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান,সাবেক জেলা বিএনপি সাধারন সম্পাদক এ্যাড আবুল কালাম শাহিন,অলহাজ নুরুল আমিন সহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানায়।
সাকাল সাড়ে দশটায় বিশাল র‌্যালি সহকারে বরিশাল মহানগর নব গঠিত আহবায়ক কমিটির আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের নেতৃত্বে মহানগরের আহবায়ক কমিটির সদস্য ও বিভিন্ন দলীয় অংঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে প্রথমবারের মত ভাষা শহীদদেও প্রতি শ্রদ্ধঞ্জলী প্রদান করে।
এর পূর্বে জেলা ও মহানগর বিএনপি নেতা কর্মীরা দলীয় কার্যলয় ও অশ্বিনী কুমার টাউন হল চত্বরে জমায়েত হয়ে এক সংক্ষিপ্ত সভা করে।
এদিকে সকাল থেকেই বরিশাল নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করে।
এই দিনটিতে চারুকলার আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পদক এবং আলোচনা সভার আয়োজন করেছে। এছাড়াও রাজনৈতিক দলগুলো দিবসটির তাৎপর্য তুলে ধরতে আলোচনা সভার আয়োজন করেছে। একইভাবে শিক্ষা প্রতিষ্ঠানে নানা প্রতিযোগিতা এবং আলোচনার আয়োজন করছে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech