বরিশাল প্রতিনিধি:
বরিশালে নিখোজের ৪ দিন পর কীর্তনখোলা নদী থেকে আফসার আলী খান নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কোস্টগার্ডের সদস্যরা মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে নিখোজ আফসার আলীর মরদেহ শনাক্ত করে স্বজনরা। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এস এম তাহসিন রহমান জানান, ৪ দিন আগে চরমোনাই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বৃদ্ধ আফসার কীর্তনখোলা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের সাথে একত্রে তল্লাশি শুরু করে তারা। বরিশাল সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাতুজ্জামান জানান, আইনগত ব্যবস্থা গ্রহন শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে নদীর স্রোতের টানে নিখোজ হয় বৃদ্ধ আফসার আলী খান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও পুলিশের সাথে একত্রে তল্লাশি শুরু করেন।