বরিশাল প্রতিনিধি
করোনার প্রকোপ কমে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিন বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছিলো প্রনোচ্ছ্বল পরিবেশ। দির্ঘদিন পর ক্যাম্পাসে ফিরতে পেরে আনন্দে উদ্বেলিত শিক্ষার্থীরা। তবে গতকাল মঙ্গলবার প্রথম দিনে উপস্থিতি ছিলো কম। বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে ক্যাম্পাসের চিরচেনা পরিবেশ। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা স্কুল-কলেজ ক্যাম্পাসে প্রবেশ করছে। দির্ঘদিন পর স্ব-শরীরে ক্লাসে ফিরতে পেরে খুশী শিক্ষার্থীরা। তবে বন্ধকালীন সময়ে অনলাইন ক্লাশ করতে না পেরে পড়াশোনায় পিছিয়ে পড়ায় দুঃখ প্রকাশ করেছেন অনেকে। এতে হতাশা প্রকাশ করেছেন তারা। তবে পিছিয়ে পরা শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে সর্বাত্মিক সহযোগীতার কথা বলেন নগরীর হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক একেএম জামান এবং বরিশাল সরকারী কলেজের প্রভাষক সঞ্জয় কুমার দাস।